ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে ব্যাটারিচালিত ভ্যানে হাটে যাওয়ার পথে ড্রাম্প ট্রাকের চাপায় ৫ জন কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শিবপুর পাঠকাঠি এলাকায় মহাদেবপুর-পত্মীতলা আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫) ও ঝটু পাহানের ছেলে বিপ্লব বাহান (২২) এবং মৃত মাংরা উড়াও এর ছেলে সঞ্জু উড়াও (৪৫) ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবারে ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপূর থেকে ব্যাটারিচালিত ভ্যানে মহাদেবপুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন ৫ কৃষক। পথে ভ্যানটি মহাদেবপুর-পত্মীতলা সড়কের পাঠকাঠি এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে আসা একটি ড্রাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় ৪ জন এবং আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় ফায়ার সার্ভিস।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ফায়ার সার্ফিস দুই দফায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছিলো। তাদের মধ্যে ৪ জন আগেই মারা গেছেন। বাকি ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছিলো। তবে এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

মহাদেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম্প ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় ট্রাকচাপায় পাঁচ কৃষক নিহত

আপডেট সময় ১১:২৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

নওগাঁর মহাদেবপুরে ব্যাটারিচালিত ভ্যানে হাটে যাওয়ার পথে ড্রাম্প ট্রাকের চাপায় ৫ জন কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শিবপুর পাঠকাঠি এলাকায় মহাদেবপুর-পত্মীতলা আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান (৩৫), মৃত নরেন পাহানের ছেলে উজ্জল পাহান (৩৮), ঝটু পাহানের ছেলে বিপুল পাহান (২৫) ও ঝটু পাহানের ছেলে বিপ্লব বাহান (২২) এবং মৃত মাংরা উড়াও এর ছেলে সঞ্জু উড়াও (৪৫) ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবারে ভোরে নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রি করতে নূরপূর থেকে ব্যাটারিচালিত ভ্যানে মহাদেবপুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন ৫ কৃষক। পথে ভ্যানটি মহাদেবপুর-পত্মীতলা সড়কের পাঠকাঠি এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে আসা একটি ড্রাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় ৪ জন এবং আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় ফায়ার সার্ভিস।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ফায়ার সার্ফিস দুই দফায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে এনেছিলো। তাদের মধ্যে ৪ জন আগেই মারা গেছেন। বাকি ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছিলো। তবে এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

মহাদেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম্প ট্রাকটি সড়কের পাশের একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।