দখলদারি-চাঁদাবাজির বিরুদ্ধে ধানের শীষই শেষ ভরসা: ছাত্রদল সভাপতি রাকিব
- আপডেট সময় ০১:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
গৌরীপুরে দখলদারি, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি প্রতিষ্ঠিত করতে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয় বলে অভিযোগ করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এই অপশাসনের অবসান ঘটাতে ধানের শীষই শেষ ভরসা।’
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজার স্টেশন রোড মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। সংসদ নির্বাচনে দলীয় প্রচারের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।
রাকিব বলেন, ‘গৌরীপুর আজ দখলবাজ ও চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জনগণকে ধানের শীষের পক্ষেই দাঁড়াতে হবে।’
তিনি দাবি করেন, ‘ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন একজন পরিচ্ছন্ন রাজনীতির প্রতিনিধি। তাকে বিজয়ী করা হলে গৌরীপুরে সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গৌরীপুরে ধানের শীষের বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করে ছাত্রদল সভাপতি বলেন, ‘এই বিজয় হবে দখলদারি রাজনীতির বিরুদ্ধে জনগণের গণরায়।’
পথসভায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন।
তিনি বলেন, ‘গৌরীপুরের মানুষ আর ভয় নয়, পরিবর্তন চায়।’
এ সময় ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রাকিবুল ইসলাম রাকিব ধানের শীষের প্রার্থী এম ইকবাল হোসেইনকে সাথে নিয়ে শ্যামগঞ্জ, কাউরাট ও গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা করে ভোট প্রার্থনা করেন।



















