সরকারি চাকরিজীবীদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরি করবো: জামায়াত আমির
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৪:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
সরকার গঠন করতে পারলে সরকারি চাকরিজীবীদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা সরকারি চাকরিজীবীদের জন্য সম্মানজনক বেতন কাঠামো তৈরি করবো, যাতে দুর্নীতির প্রতি কেউ আকৃষ্ট না হয়৷’
নির্বাচনের আগে অনেকে নানা কবিতা নিয়ে হাজির হয় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সুরে সুরে বলে আমরা বাংলাদেশ সুইজারল্যান্ড বানাবো, সিঙ্গাপুর বানাবো ইত্যাদি। আমরা এসব বলতে চাই না। আমরা বাংলাদেশকে বাংলাদেশই রাখবো। বাংলাদেশের সমাজকে বানাবো মানবিক ও ন্যায়সঙ্গত।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একা নির্বাচনে আসেনি। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সব ধর্ম, মত, বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে চাই। এজন্য ১১টি দল একত্রিত হয়েছি। এই ১১ দলের মার্কা যাকে যেখানে তুলে দেয়া হবে, সবাই তার জন্য কাজ করব।’
১২ ফেব্রুয়ারি ভোটও দেয়ার পাশাপাশি কেন্দ্র পাহারা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেবো না এবং ভোটের হিসাব নিয়ে আমরা বিজয়ীর বেশে ঘরে ফিরবো।’



















