গাজায় ত্রাণ নিতে আসা ১১২ জনকে হত্যা
- আপডেট সময় ০৩:১৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ২৫৭ বার পড়া হয়েছে
গাজায় ত্রাণ সাহায্য নিতে আসা মানুষের ওপর ইসরাইলের নৃশংস নিধনযজ্ঞের জন্য ইসরাইলি বাহিনীকে দায়ী করে আনা একটি প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। আরব দেশগুলো জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি এনেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বাধার কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি।
জাতিসঙ্ঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের বলেন যে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্যই সমর্থন দিয়েছিল। নিরাপত্তা পরিষদে আরবদের প্রতিনিধিত্বকারী আলজেরিয়ার আনা প্রস্তাবটিতে সমর্থন দেয়নি কেবল যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনাস্থলে কী ঘটেছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। এটাই ছিল সমস্যা।
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজা সিটিতে একদল ফিলিস্তিনি মানবিক ত্রাণের জন্য যখন অপেক্ষা করছিল তখন ইসরাইলি হামলায় কমপক্ষে ১১২ জন নিহত ও আরও কয়েক শ’ জন আহত হয়েছে।
গাজা সিটির পশ্চিমাংশে আল-নাবুসির আশেপাশে এই ঘটনা ঘটেছে।
ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বন্টনের সময় ট্রাক থেকে ত্রাণসামগ্রী সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদপিষ্ট হয়ে কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এই সামরিক বাহিনী আরো বলেছে, ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।
গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালানোর খবর জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। সেই সঙ্গে এই ভূখণ্ডের দক্ষিণাংশে খান ইউনিস এলাকায় বিমান হামলাও চালানো হয়েছে।
হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে বলেছে, ইসরাইলি আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ৩০,০৩৫ জনে দাঁড়িয়েছে এবং আহত আরো ৭০,৪৫৭ জন।
সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য