প্রতিবেদনে আরো বলা হয়েছে, আজ রোববার (১৮ মে) ফজরের পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (স্থানীয় সময় ২টা ২৮ মিনিট) অন্তত ১৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে শুধু গাজায়ই নিহত হয়েছে ৬১ জন। এছাড়া উত্তর গাজার নানা স্থানে আরো ৭১ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণায় জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে ৫৩ হাজার ৩৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ১ লাখ ২১ হাজার ৩৪ জন আহত হয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। তারা আরো জানিয়েছে যে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরো হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া ইসরাইলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছে। এছাড়া ২০০ জনকে বন্দী করা হয়েছে।
সূত্র : আল জাজিরা