জয়ের পথে ভারত

স্পোর্টস ডেস্ক:-
- আপডেট সময় ০৯:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৪৩৯ বার পড়া হয়েছে
ভারতের তৃতীয় উইকেটের পতন। দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন মেহেদী মিরাজ। শ্রেয়াস আইয়ারকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন ২৫ বলে ১৯ রানে। ৩০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৪ রান।
তবে এখনো মাঠে আছেন বিরাট কোহলি৷ দারুণ ব্যাট করছেন তিনি। ইতোমধ্যে তুলে নিয়েছেন ফিফটি। অপরাজিত আছেন ৫৮ বলে ৫৭ রানে। সাথে আছেন লোকেশ রাহুল। এখনো জয়ের জন্য ভারতের প্রয়োজন ১২০ বলে ৭৩ রান।
এর আগে উদ্বোধনী জুটিতে ৮৮ রান তুলে ভারত। ৪৮ করে আউট হন রোহিত শর্মা। তাকে ফেরান হাসান মাহমুদ। এরপর শুভমান গিলকে প্রথম শিকার বানান মেহেদী মিরাজ। তবে আউট হবার আগে ৫৫ বলে ৫১ রান করেন গিল।