ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশকে শিবিরের কড়া হুশিয়ারী

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ১১:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ২৭৪ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে রাজধানীর মুগদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।

মিছিলোত্তর সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। যারাই এ অবৈধ সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরই ন্যক্কারজনকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছে। এমন অন্যায় জনগণ আর সহ্য করবে না।

সমাবেশে তিনি প্রশাসনের উদ্দেশ্যে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে জনগণের পক্ষে আসুন। এ সময় তিনি অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ রাজবন্দি আলেম-ওলামাদের মুক্তি ও ছাত্রশিবিরের ৭ দফা মেনে নেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

পুলিশকে শিবিরের কড়া হুশিয়ারী

আপডেট সময় ১১:৪৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

গুরুতর অসুস্থ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে রাজধানীর মুগদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।

মিছিলোত্তর সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। যারাই এ অবৈধ সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরই ন্যক্কারজনকভাবে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছে। এমন অন্যায় জনগণ আর সহ্য করবে না।

সমাবেশে তিনি প্রশাসনের উদ্দেশ্যে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে জনগণের পক্ষে আসুন। এ সময় তিনি অবিলম্বে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ রাজবন্দি আলেম-ওলামাদের মুক্তি ও ছাত্রশিবিরের ৭ দফা মেনে নেওয়ার দাবি জানান।