ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
জামায়াত মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে

স্বাধীনতা বিরোধী জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না: বিপ্লব কুমার

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৬:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ১৯৭ বার পড়া হয়েছে

বিপ্লব কুমার সরকার

বাংলাদেশ জামায়াত ইসলামীকে ঢাকার কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

জামায়াত মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে। ডিএমপি তাদের অনুমতি দেবে কিনা জানতে চাইলে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বলেন, “সংবাদ মাধ্যমে আগেও বলেছি, জামায়াতের বিষয়ে ডিএমপির অবস্থান ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’, জামায়াতকে ঢাকার কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।”

বিপ্লব কুমার সরকার বলেন, ‘জামায়াত স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত একটি দল। যে দলটির নিবন্ধন উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বাতিল করেছে। এতে জামায়াতকে কোনো সুযোগ দেওয়া হবে না।’

জামায়াত শাপলা চত্বরে সমাবেশ করবে। তারা অনুমতি নয়, সহযোগিতা চায়। ডিএমপি সমাবেশে সহযোগিতা করবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিপ্লব কুমার সরকার বলেন, ‘জামায়াতের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি, শূন্য সহিষ্ণুতা। তাদেরকে কোথাও কোনো সুযোগ দেওয়া হবে না। তারপরও তারা আইন ভঙ্গ করে বিনা অনুমতিতে রাজধানীতে সভা-সমাবেশ করতে চায়। আইন তার আপন গতিতে চলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২৮ অক্টোবর সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের আটকের অভিযোগের বিষয়ে যুগ্ম কমিশনার বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন, এটা মিথ্যা কথা। কোনো দলের রাজনৈতিক সমাবেশকে ঘিরে গ্রেপ্তার করি না। ডিএমপির আটটি বিভাগের ওসি ও ডিসিদের ওয়ারেন্টপ্রাপ্ত আসামি, সন্দেহভাজন আসামি, তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতা সৃষ্টি চেষ্টাকারীদের গ্রেপ্তার করা হবে। কোনো সাধারণ মানুষকে হয়রানি করা বা গ্রেপ্তার করার সুযোগ নেই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্ত পর্যন্ত সুস্পষ্ট কোনো হুমকির তথ্য নেই। এরপর আসবে কিনা সেটা তো বলা যাচ্ছে না। তবে গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছেন। এখন পর্যন্ত হুমকি নেই। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি প্রস্তুত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

জামায়াত মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে

স্বাধীনতা বিরোধী জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না: বিপ্লব কুমার

আপডেট সময় ০৬:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

বাংলাদেশ জামায়াত ইসলামীকে ঢাকার কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

জামায়াত মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে। ডিএমপি তাদের অনুমতি দেবে কিনা জানতে চাইলে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বলেন, “সংবাদ মাধ্যমে আগেও বলেছি, জামায়াতের বিষয়ে ডিএমপির অবস্থান ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’, জামায়াতকে ঢাকার কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।”

বিপ্লব কুমার সরকার বলেন, ‘জামায়াত স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত একটি দল। যে দলটির নিবন্ধন উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বাতিল করেছে। এতে জামায়াতকে কোনো সুযোগ দেওয়া হবে না।’

জামায়াত শাপলা চত্বরে সমাবেশ করবে। তারা অনুমতি নয়, সহযোগিতা চায়। ডিএমপি সমাবেশে সহযোগিতা করবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিপ্লব কুমার সরকার বলেন, ‘জামায়াতের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি, শূন্য সহিষ্ণুতা। তাদেরকে কোথাও কোনো সুযোগ দেওয়া হবে না। তারপরও তারা আইন ভঙ্গ করে বিনা অনুমতিতে রাজধানীতে সভা-সমাবেশ করতে চায়। আইন তার আপন গতিতে চলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২৮ অক্টোবর সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের আটকের অভিযোগের বিষয়ে যুগ্ম কমিশনার বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন, এটা মিথ্যা কথা। কোনো দলের রাজনৈতিক সমাবেশকে ঘিরে গ্রেপ্তার করি না। ডিএমপির আটটি বিভাগের ওসি ও ডিসিদের ওয়ারেন্টপ্রাপ্ত আসামি, সন্দেহভাজন আসামি, তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতা সৃষ্টি চেষ্টাকারীদের গ্রেপ্তার করা হবে। কোনো সাধারণ মানুষকে হয়রানি করা বা গ্রেপ্তার করার সুযোগ নেই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্ত পর্যন্ত সুস্পষ্ট কোনো হুমকির তথ্য নেই। এরপর আসবে কিনা সেটা তো বলা যাচ্ছে না। তবে গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছেন। এখন পর্যন্ত হুমকি নেই। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি প্রস্তুত রয়েছে।’