সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে
মৌলভীবাজার জেলা শিবিরের বিক্ষোভ , কলেজ সভাপতি গ্রেপ্তার
- আপডেট সময় ০৭:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ১৮৩ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা। এসময় মিছিল পরবর্তী সমাবেশ থেকে বড়লেখা সরকারি কলেজ সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে মিছিলের পর পুলিশ বড়লেখা সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতেসরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। তিনি বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের আব্দুন নুরের ছেলে।
ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার প্রচার সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ প্রেস রিলিজের মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মৌলভীবাজারের বড়লেখা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি মো. জিল্লুর রহমান ও জেলা সেক্রেটারি আলম হোসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক আহমদ বলেন, আওয়ামী সরকার বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়াত্ব সৃষ্টি করেছে। আওয়ামী সরকার বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া করেছে। এদেশের ব্যাংক লুটের ইতিহাস, শেয়ার বাজার লুটের ইতিহাস, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার ইতিহাস আওয়ামী সরকার তৈরি করেছে। এদেশের জনগণ এদেশের ছাত্র জনতার আওয়ামী লীগের বিচার বাংলাদেশে করবে।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, বড়লেখায় ছাত্রশিবির মিছিল করে। মিছিলের পর বড়লেখা সরকারি কলেজের সভাপতি তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। সে পুরাতন মামলার আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।