ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের অবরোধ

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ১১:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / ১৯২ বার পড়া হয়েছে

জিইসি এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের আগুন নিভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রাম নগরীর ব্যস্ত জিইসি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে জিইসি এলাকার কে কনভেনশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত কালবেলাকে জানিয়েছেন, রাস্তার পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেছে। এই আগুন কারা দিয়েছে তা দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা জানিয়েছে, আগুন দেওয়া ওই বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে এসেছিল। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। উল্লেখ্য, জিইসিতে বিভিন্ন যাত্রীবাহী বাসের কাউন্টার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের অবরোধ

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট সময় ১১:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

চট্টগ্রাম নগরীর ব্যস্ত জিইসি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে জিইসি এলাকার কে কনভেনশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত কালবেলাকে জানিয়েছেন, রাস্তার পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেছে। এই আগুন কারা দিয়েছে তা দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা জানিয়েছে, আগুন দেওয়া ওই বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে এসেছিল। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। উল্লেখ্য, জিইসিতে বিভিন্ন যাত্রীবাহী বাসের কাউন্টার রয়েছে।