ছাত্রলীগের ৭ নেতা বহিষ্কার
- আপডেট সময় ১১:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ১৮৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে সংঘর্ষের ঘটনায় সাত ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ, সদস্য আসলাম, ছোটন, ভান্ডারী ইমন, ঢাকা মহানগর ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর ও সানভির।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’
জানা গেছে, রোববার মোহাম্মদপুর টাউন হল এলাকায় গণসংযোগ করেন জাহাঙ্গীর কবির নানক। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রলীগেরই আরেক অংশের ওপর হামলা করেন সাজ্জাদ অনুসারীরা। এতে চারজন আহত হন।
এ ছাড়া সাজ্জাদ মোহাম্মদপুর কাটাসুর এলাকার কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক। তার নেতৃত্বে ছিনতাই, হামলা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়মিত পরিচালিত হতো। সম্প্রতি দুটি গণছিনতাইয়ের ঘটনায়ও তার নাম এসেছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম রাসেলের মদদে এসব কর্মকাণ্ড চালাতেন বলে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন।