ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বই উৎসবে নৌকায় ভোট চাওয়ায় অধ্যক্ষকে শোকজ

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৭:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ৯৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামার একটি বিদ্যালয়ে বই উৎসবে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়া সেই অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার সকালে খানসামা উপজেলার হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বই বিতরণ উৎসবে যোগ দেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। উৎসবে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি নৌকার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তাঁর ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন।

মাধমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, বই উৎসবে নির্বাচনী প্রচারণার সুযোগ নেই। এরপরও অধ্যক্ষ মোনায়েম খান নির্বাচনী প্রচারণা করেন। এ বিষয়ে তাঁকে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানকে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া মেলেনি।

হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু তিনি এভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন বুঝতে পারিনি। এটা মোটেও ঠিক হয়নি।

নিউজটি শেয়ার করুন

বই উৎসবে নৌকায় ভোট চাওয়ায় অধ্যক্ষকে শোকজ

আপডেট সময় ০৭:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

দিনাজপুরের খানসামার একটি বিদ্যালয়ে বই উৎসবে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়া সেই অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার সকালে খানসামা উপজেলার হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বই বিতরণ উৎসবে যোগ দেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। উৎসবে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি নৌকার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে তাঁর ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেন।

মাধমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, বই উৎসবে নির্বাচনী প্রচারণার সুযোগ নেই। এরপরও অধ্যক্ষ মোনায়েম খান নির্বাচনী প্রচারণা করেন। এ বিষয়ে তাঁকে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানকে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া মেলেনি।

হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু তিনি এভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন বুঝতে পারিনি। এটা মোটেও ঠিক হয়নি।