লোহিত সাগরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- আপডেট সময় ০৬:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৯৫ বার পড়া হয়েছে
ফের লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে তিনটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হুথিরা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজ আশপাশের পানিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে মঙ্গলবার জানিয়েছে, লোহিত সাগর থেকে মাল্টার পতাকা তোলা একটি কন্টেইনারবাহী জাহাজ এর পেছনের পাশের দিকে তিনটি বিস্ফোরণ দেখার কথা জানিয়েছে। জাহাজটির মাস্টার জোট বাহিনীর যুদ্ধজাহাজের সাহায্য চেয়েছিল।
অ্যামব্রে বলেছে, তারা বুঝতে পেরেছে ইয়েমেনের তাইজ প্রদেশের দিক থেকে ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়া হয়েছে। যেখানে বিস্ফোরণগুলো ঘটেছে তার দেড় কিলোমিটারের মধ্যে প্রায় ৫০ মিটার লম্বা ছোট একটি নৌযান দেখেছে কাছে থাকা আরেকটি জাহাজ।
ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ইরিত্রিয়ার আসাব বন্দর থেকে ৩৩ নটিক্যাল মাইল পূর্বে বাব আল-মানদাব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের এক থেকে পাঁচ নটিক্যাল মাইলের মধ্যে তিনটি বিস্ফোরণের কথা জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
হুথিরা জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা ইসরাইলের সঙ্গে সম্পর্কিত বা ইসরাইলি বন্দরের দিকে এগোতে থাকা জাহাজগুলোকেই শুধু লক্ষ্যস্থল করছে।
হুথিদের হামলা শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি শিপিং কোম্পানি লোহিত সাগরের জলপথে তাদের জাহাজ চলাচল বন্ধ রেখেছে। এর বদলে আফ্রিকা মহাদেশ ঘুরে বিকল্প কিন্তু দীর্ঘ আরেকটি জলপথ ব্যবহার করতে শুরু করেছে তারা।