পঞ্চগড়ে জামায়াতের আমির গ্রেপ্তার
- আপডেট সময় ০৬:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ২৪৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণের সময় উপজেলা জামায়াতের আমির মো. আবুল বাশার বসুনিয়া (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার টেপ্রীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার বসুনিয়া উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকার গাজীউর রহমান বসুনিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, টেপ্রীগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচন বিরোধী প্রচার চালাচ্ছেন উপজেলা জামায়াতের আমির। এমন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে লিফলেট বিতরণের কথা অস্বীকার করে উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আব্দুল হালিম বলেন, আমার জানামতে আজকে আমাদের লিফলেট বিতরণের কোনো কার্যক্রম ছিল না। একটি জানাজার নামাজ শেষে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।