ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জাপানে ভূমিকম্প: তীব্র শীতে ভূমিধসের শঙ্কায় জীবিতরা

আন্তর্জাতিক ডেস্ক:-
  • আপডেট সময় ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ২১৮ বার পড়া হয়েছে

জাপানে নতুন বছরের প্রথম দিন হওয়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। জীবিতরা তীব্র শীতের মোকাবিলা করছেন, তার মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার স্থানীয় সময় বিকালে জাপানের মধ্যাঞ্চলীয় নোতো উপদ্বীপে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রত্যন্ত অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ায় অতি প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে বিঘ্ন ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ভেঙে পড়া রাস্তা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং দুর্যোগপূর্ণ এলাকাগুলোর অবস্থান প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে।

ভূমিকম্পের দুই দিন পরও হতাহত ও ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পরিষ্কার হয়নি। ভূমিকম্পে ৫৫ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কর্তৃপক্ষ এমনটি জানালেও পরদিন মৃতের সংখ্যা ৬৫ জন বলে নিশ্চিত করছে।

নিউজটি শেয়ার করুন

জাপানে ভূমিকম্প: তীব্র শীতে ভূমিধসের শঙ্কায় জীবিতরা

আপডেট সময় ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

জাপানে নতুন বছরের প্রথম দিন হওয়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। জীবিতরা তীব্র শীতের মোকাবিলা করছেন, তার মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার স্থানীয় সময় বিকালে জাপানের মধ্যাঞ্চলীয় নোতো উপদ্বীপে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রত্যন্ত অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ায় অতি প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে বিঘ্ন ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, এতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ভেঙে পড়া রাস্তা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং দুর্যোগপূর্ণ এলাকাগুলোর অবস্থান প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে।

ভূমিকম্পের দুই দিন পরও হতাহত ও ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পরিষ্কার হয়নি। ভূমিকম্পে ৫৫ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কর্তৃপক্ষ এমনটি জানালেও পরদিন মৃতের সংখ্যা ৬৫ জন বলে নিশ্চিত করছে।