ত্রিমুখী সংঘর্ষে ৪ বিজিবি সদস্য আহত

নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৪:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ৮৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের রাইচমিল নামক এলাকায় এ সংঘর্ষ হয়। এতে টহলরত তিন বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইচমিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বিজিবি টহলরত একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় তিন বিজিবি সদস্যকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।