নৌকার কর্মীরা আমার চুলের মুঠি ধরে নির্যাতন করেছেন: ইউপি সদস্য পলি
- আপডেট সময় ১০:২২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৬৩ বার পড়া হয়েছে
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) এ. কে. আজাদের পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের সমর্থকরা আমাকে চুলে মুঠি ধরে নির্যাতন করেছেন। কখনো ভাবিনি ছেলের জন্মদিনে, ছেলের সামনে আমাকে এমন নির্যাতনের শিকার হতে হবে।
ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পলি বেগম।
এর আগে শুক্রবার রাতে জেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পলি বেগমের বাড়িতে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের সমর্থকরা হঠাৎ হামলা চালায়। এতে তিনি সহ আরও ৫ জন আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন- ইউপি সদস্য পলি বেগম, ফরহাদ শেখ, আক্কাস মণ্ডল, আসাদ শেখ, আরিফ মোল্লা ও নয়ন শেখ।
পলি বেগম বলেন, আমার বাড়িতে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূলত সেখানেই এ. কে. আজাদের সমর্থকদের ওপর স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা অতর্কিত হামলা চালায়। হামলায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। আমরা কিছু বুঝে ওঠার আগেই আমদের ওপর হামলা চালায় তারা।
এ ঘটনায় পলি বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।