ঢাকা ও খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- আপডেট সময় ০৫:২১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ২১০ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ির গোলাপবাগে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাসচালক মো: সজীব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি পেশায় রাইদা পরিবহনের চালক ছিলেন।
খাগড়াছড়িতে এক যুবকের মৃত্যু:
খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার লেমুয়া এলাকার মৃত আবু বক্করের ছেলে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যান আব্দুর রহিম। সেখানে থাকাকালীন সময়ে খবর পান তার মামাতো বোন বিষপানে গুরুতর অসুস্থ হয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে অসুস্থ মামাতো বোনকে দেখতে মোটরসাইকেলে রওনা করেন। পথে উপজেলার জামতল এলাকায় এলে খাগড়াছড়িগামী একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।