বান্দরবানে পিকআপ খাদে পড়ে ২ নারী পর্যটক নিহত
- আপডেট সময় ০৩:৫০:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ১৮৮ বার পড়া হয়েছে
বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিংপাড়া-কেওক্রাডং সড়কে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে দুই নারী পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১০ পর্যটক আহত হয়েছেন। হতাহতরা সবাই নারী। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রুমা উপজেলার দার্জিলিংপাড়া-কেওক্রাডং সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী এক পিকআপ পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই নারী পর্যটকের মৃত্যু হয়। এ সময় আরও ১০ নারী পর্যটক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জিপগাড়িতে ১২ জন নারী পর্যটক ছিলেন। তাৎক্ষণিক হতাহতদের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
রুমা থানার ওসি মো. শাহজাহান বলেন, ঢাকা থেকে ৫০ জন পর্যটকের একটি দল চারটি পিকআপে করে শুক্রবার কেওক্রাডং গিয়েছিল। শনিবার ফেরার সময় দার্জিলিংপাড়া এলাকায় ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।