পাবনায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
- আপডেট সময় ০৪:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ১৫২ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কবলে পড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন— ঈশ্বরদী শেখপাড়া গ্রামের নাসিম (৪৫) ও পাবনা সদরের রাধানগর এলাকার অমিত কুন্ডু (৪০)।
মুলাডুলি থেকে কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডে যাওয়ার জন্য একটি হাইয়েচ গাড়িতে রওনা হলে দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কের কোলেরকান্দি নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘন কুয়াশা ছিল।
শনিবার সকাল পৌনে ৮টায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি (মেট্রো-চ-১৬-০৮৭১) দুমড়ে-মুচড়ে যায়। আহতদের মধ্যে আতিয়ার, আমিনুল ইসলাম, আব্দুল কাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাসিম ও অমিতকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। যাত্রীবাহী বাসের নম্বর (ঢাকা মেট্রো ব-১৫-৫৩৭০)।
এ ব্যাপারে নিহতের আত্মীয় বদিউজ্জামান মানিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় বাসরে চালকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশের এসআই বেলাল জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসচালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।