গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল
- আপডেট সময় ০৭:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ২১০ বার পড়া হয়েছে
গাজায় চলমান ইসরাইলের কয়েক মাসের নির্বিচার হামলায় ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৬২ হাজার বেসামরিক জনগণ।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২৫ হাজার ১০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ ফিলিস্তিনি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় আকাশ, স্থল ও সমুদ্র থেকে পরিচালিত ইসরাইলের অভিযানে ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ দক্ষিণ গাজার রাফাহ থেকে জানিয়েছেন, মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়তেই আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার বর্তমান পরিস্থিতিকে ‘অমানবিক জীবনযাত্রা’ হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে, হেপাটাইটিস এ-এর নিশ্চিত কেসসহ রোগের বিস্তারের মধ্যেও ফিলিস্তিনি ছিটমহলে খাবার পানির প্রাপ্যতা ‘প্রতিদিন সঙ্কুচিত’ হচ্ছে।
এ সংস্থা আরো জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের দক্ষিণে আজ-জাহরাতে ইসরা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে। তবে ইসরাইলিরা গাজার কেন ইউনিভার্সিটি ধ্বংস করেছে জাতিসঙ্ঘের প্রতিবেদনে তা বলা হয়নি।
এদিকে এই সপ্তাহে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ‘ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করা’ জরুরি।
সূত্র : আল-জাজিরা