বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার
- আপডেট সময় ১২:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১৬২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে ইলিনয় অঙ্গরাজ্যে বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৭ মরদেহ উদ্ধার করেছে মার্কিন পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
আলাদা দুটি বাড়ির ভেতর থেকে ওই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। একটি বাড়িতে পাঁচটি এবং অন্য বাড়িতে দুটি মরদেহ পাওয়া গেছে বলে জানান উইল কাউন্টি শেরিফের ডেপুটি চিফ ড্যান জাঙ্গলেস।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
মার্কিন পুলিশ জানায়, ইলিনয় অঙ্গরাজ্যের জোলিয়েট শহরে হামলার সাথে জড়িত থাকার জন্য ২৩ বছর বয়সী রোমিও ন্যান্সকে খুঁজছে তারা।
জোলিয়েটের পুলিশ প্রধান বিল ইভান্স এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, সন্দেহভাজন ব্যক্তি রোমিও ন্যান্স নিহতদের চিনতেন। , যাদের (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) সোমবার বিকেলে রাস্তার দুইপাশের দুটি বাড়িতে পাওয়া গেছে।
তিনি আরও বলেন, স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে বেশি কয়েকজনকে গুলি করে হত্যার খবর পুলিশকে জানানো হয়। পরে ওয়েস্ট একর রোডের ওই বাড়িগুলোতে পৌঁছানোর পর পুলিশ অফিসাররা সাতটি মৃতদেহ খুঁজে পান।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন রোমিও ন্যান্সকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক হিসাবে বিবেচনা করা উচিত।’
জোলিয়েট, উইল কাউন্টির তদন্তকারীরা বলছেন, রোমিও ন্যান্স একটি লাল টয়োটা ক্যামরি গাড়িতে পলায়ন করেছেন বলে মনে করা হচ্ছে। শিকাগো থেকে ৪০ মাইল (৬৪ কিমি) দক্ষিণ-পশ্চিমে কোন হামলার বিষয়ে তথ্য থাকলে তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা।
ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।