ব্যর্থ ফখরুল মুক্তি পেয়ে কি করেন দেখি: কাদের

নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০২:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৯১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ব্যর্থ নেতা আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল তো ব্যর্থ হয়েছিলেন, মুক্তি পেয়ে এখন কী করেন দেখার অপেক্ষায় আওয়ামী লীগ।
রাজধানীতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাড়ে তিন মাসেরও বেশি সময় কারাভোগের পর আজ তাদের মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন জাগ্রত হওয়ার আগেই পতন হয়ে যাবে।