ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র রাজনীতি হতে হবে শিক্ষার্থীবান্ধব : ছাত্রলীগ সভাপতি

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ১২:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / ১৩৯ বার পড়া হয়েছে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ছাত্র রাজনীতি শিক্ষার্থীবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন।

মঙ্গলবার (১৯ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মিসভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে অনেককিছুর প্রথমের সাক্ষী শাবিপ্রবি। তার মধ্যে অন্যতম হলো প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রথমবারের মতো অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু, আন্তর্জাতিক জার্নালে সবচাইতে বেশি গবেষণাপত্র প্রকাশনা, সেমিস্টার পদ্ধতি চালু ইত্যাদি। এ ছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রশংসা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় এ নেতা।

স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে সাদ্দাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শাবিপ্রবির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আরও নানা ধরনের নতুন নতুন আইডিয়া, উদ্ভাবন, শিক্ষা-গবেষণাসহ নানা কর্মকাণ্ডে অবদান রাখার আশা ব্যক্ত করেন তিনি।

এ ছাড়াও দীর্ঘ এক দশক যাবৎ কমিটি গঠন থেকে বঞ্চিত শাবিপ্রবি ছাত্রলীগে কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এ ইউনিটকে আরও গতিশীল করতে খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।

সাধারণ সম্পাদকের বক্তব্যে শেখ ওয়াসিফ আলী ইনান বলেন, ছাত্রলীগের কর্মীদের নেতিবাচক উপাদানগুলোকে বাদ দিতে হবে। ইতিবাচক গুণাবলি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যাতে সেটি হয় সাধারণ শিক্ষার্থীদের নির্ভরতার ঠিকানা। সাধারণ শিক্ষার্থীরা দক্ষতা, সাংস্কৃতিক, সমন্বয়গত উন্নয়নের ক্ষেত্রে ছাত্রলীগের নেতৃত্ব ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সহসভাপতি রিপন মিয়া, আল আমিন রহমান, জয়নাল আবেদীন ও আবু সাঈদ কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স ও কাজল দাস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, উপ দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন, উপ-অটিজমবিষয়ক সম্পাদক মো. ফাহিম চৌধুরী ও সদস্য ইমতিয়াজ রাব্বি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ছাত্র রাজনীতি হতে হবে শিক্ষার্থীবান্ধব : ছাত্রলীগ সভাপতি

আপডেট সময় ১২:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ছাত্র রাজনীতি শিক্ষার্থীবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসাইন।

মঙ্গলবার (১৯ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মিসভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে অনেককিছুর প্রথমের সাক্ষী শাবিপ্রবি। তার মধ্যে অন্যতম হলো প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, প্রথমবারের মতো অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু, আন্তর্জাতিক জার্নালে সবচাইতে বেশি গবেষণাপত্র প্রকাশনা, সেমিস্টার পদ্ধতি চালু ইত্যাদি। এ ছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রশংসা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় এ নেতা।

স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে সাদ্দাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শাবিপ্রবির শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আরও নানা ধরনের নতুন নতুন আইডিয়া, উদ্ভাবন, শিক্ষা-গবেষণাসহ নানা কর্মকাণ্ডে অবদান রাখার আশা ব্যক্ত করেন তিনি।

এ ছাড়াও দীর্ঘ এক দশক যাবৎ কমিটি গঠন থেকে বঞ্চিত শাবিপ্রবি ছাত্রলীগে কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এ ইউনিটকে আরও গতিশীল করতে খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।

সাধারণ সম্পাদকের বক্তব্যে শেখ ওয়াসিফ আলী ইনান বলেন, ছাত্রলীগের কর্মীদের নেতিবাচক উপাদানগুলোকে বাদ দিতে হবে। ইতিবাচক গুণাবলি অর্জনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। এমন নেতৃত্ব গড়ে তুলতে হবে যাতে সেটি হয় সাধারণ শিক্ষার্থীদের নির্ভরতার ঠিকানা। সাধারণ শিক্ষার্থীরা দক্ষতা, সাংস্কৃতিক, সমন্বয়গত উন্নয়নের ক্ষেত্রে ছাত্রলীগের নেতৃত্ব ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সহসভাপতি রিপন মিয়া, আল আমিন রহমান, জয়নাল আবেদীন ও আবু সাঈদ কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান কলিন্স ও কাজল দাস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক আকিব মোহাম্মদ ফুয়াদ, উপ দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন, উপ-অটিজমবিষয়ক সম্পাদক মো. ফাহিম চৌধুরী ও সদস্য ইমতিয়াজ রাব্বি প্রমুখ।