বিআরটিসি বাসে র্যাপিড পাস চালু
- আপডেট সময় ০৭:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ২৪৭ বার পড়া হয়েছে
ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে র্যাপিড পাস চালু হয়েছে। আজ বুধবার (২০ মার্চ) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
র্যাপিড পাস হচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না।
উদ্বোধন অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বিআরটিসিতে র্যাপিড পাস চালু করা হচ্ছে।’
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, ‘র্যাপিড পাস স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নির্ধারক। এর মাধ্যমে সহজেই মানুষ চলাচল করতে পারবে।
র্যাপিড পাসের মাধ্যমে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যাত্রীরা চলাচল করতে পারবে।’
প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী বলেন, ‘র্যাপিড পাস কার্ড দিয়ে মেট্রো রেল ও বিআরটিসি বাসের পাশাপাশি বেসরকারি পরিবহনে র্যাপিড পাস চালু করার লক্ষ্যে আমরা কাজ করছি।’