ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • / ২০৬ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারীরা অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, অব্যাহতভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে বিরোধী নেতাকর্মীদের পর্যুদস্ত ও নাজেহাল করা হচ্ছে। এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, দেশের বিরোধীদলগুলো যেন সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারীরা অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, অব্যাহতভাবে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে বিরোধী নেতাকর্মীদের পর্যুদস্ত ও নাজেহাল করা হচ্ছে। এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, দেশের বিরোধীদলগুলো যেন সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।