বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৩৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ২৩০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ীর একটি বাড়িতে পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মোখলেছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
গোয়াল বাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাবো।’
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন বলেন, মরদেহগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।