ইউক্রেনে রাশিয়ার ৫০ হাজার সেনা নিহত: বিবিসি
- আপডেট সময় ০৩:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ১৯১ বার পড়া হয়েছে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দাবি করেছে, তারা নিশ্চিত হতে পেরেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫০ হাজার সেনা নিহত হয়েছে।
বিবিসি নিশ্চিত করেছে, গত দুই বছরে রুশ সেনা নিহত হওয়ার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, যুদ্ধের প্রথম ১২ মাসে যে সংখ্যক সেনা নিহত হয়েছে, পরবর্তী ১২ মাসে তার চেয়ে ২৫ শতাংশ সেনা বেশি নিহত হয়েছে।
যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০ জনের বেশি রুশ সেনা নিহত হয়েছে। যদিও এই বছরে নতুন অনেক জায়গা রাশিয়া দখল করেছে।
বিবিসি রাশিয়া, স্বাধীন গণমাধ্যম গ্রুপ মিডিয়াজোনা ও স্বেচ্ছাসেবীদের একটি দল ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই মৃত্যুর সংখ্যা গননা করে আসছে।
সমাধিস্থলে নতুন গোরগুলো নিহত সেনাদের নাম-পরিচয় পেতে সহায়তা করা হয়েছে। এছাড়াও সরকারি প্রতিবেদন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও তথ্য সংগ্রহ করার দাবি করেছে বিবিসি।
তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই সেনা হতাহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া গত বছরের সেপ্টেম্বর মাসে সেনা হতাহতের যে হিসাব দিয়েছিল, তার তুলনায় বিবিসির এ উপাত্ত আট গুণ বেশি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধের দুই বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি।