ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পিটিয়ে মানুষ হত্যার ঘটনায় গোটা সভ্য সমাজ মর্মাহত ও শঙ্কিত: জামায়াত

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ১১:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা ও অনেককে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের একটি মন্দিরে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় আগুন লাগার ঘটনার কোনো তদন্ত এবং প্রমাণ ছাড়াই দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশে আইন-আদালত বিদ্যমান থাকাবস্থায় আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মানুষ হত্যার এই ঘটনায় গোটা সভ্য সমাজ মর্মাহত, শঙ্কিত ও উদ্বিগ্ন। এ বর্বরতম ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে।

তিনি আরও বলেন, অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে কোনো ষড়যন্ত্রকারী যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

আমরা নিহতদের রূহের মাগফিরাত, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

পিটিয়ে মানুষ হত্যার ঘটনায় গোটা সভ্য সমাজ মর্মাহত ও শঙ্কিত: জামায়াত

আপডেট সময় ১১:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা ও অনেককে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের একটি মন্দিরে গত ১৮ এপ্রিল সন্ধ্যায় আগুন লাগার ঘটনার কোনো তদন্ত এবং প্রমাণ ছাড়াই দুই সহোদর মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশে আইন-আদালত বিদ্যমান থাকাবস্থায় আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মানুষ হত্যার এই ঘটনায় গোটা সভ্য সমাজ মর্মাহত, শঙ্কিত ও উদ্বিগ্ন। এ বর্বরতম ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে।

তিনি আরও বলেন, অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে কোনো ষড়যন্ত্রকারী যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

আমরা নিহতদের রূহের মাগফিরাত, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।