খান ইউনিসে গণকবরে ২০০ লাশ
- আপডেট সময় ১১:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ২৮১ বার পড়া হয়েছে
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে একটি গণকবর সনাক্ত করেছে ফিলিস্তিনি জরুরি পরিষেবা। তারা খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ওই গণকবরটি সনাক্ত করে। এতে অন্তত ২০০টি লাশের সন্ধান পাওয়া গেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা কর্মীরা গাজার খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সের ভেতরে একটি গণকবর সনাক্ত করেছে। এ পর্যন্ত সেখান ১৮০টি লাশ উদ্ধার করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, শনিবার ও রোববারের অভিযানে আমাদের টিম ওই লাশগুলো উদ্ধারে সক্ষম হয়েছে। আগামী দিনেও অবশিষ্ট নিহতদের অনুসন্ধান এবং পুনরুদ্ধার অভিযান অব্যাহত রাখবে। কারণ উল্লেখযোগ্য সংখ্যকের নিহতদের কবর এখনো সনাক্ত করা হয়নি।
আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ রোববার খান ইউনিস থেকে জানিয়েছেন, হাসপাতালের আঙিনায় বেসামরিক প্রতিরক্ষা সদস্য এবং প্যারামেডিকদেরকে ইসরাইলি সামরিক বাহিনী এই গণকবরে দাফন করেছে। লাশগুলোর মধ্যে বয়স্ক নারী, শিশু ও যুবক রয়েছে।
সূত্রটি আরো জানায়, গত ৭ এপ্রিল দক্ষিণাঞ্চলীয় শহর থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় ইসরাইল। এরপর সংস্থাটির অনুসন্ধানে এই গণকবরটির সন্ধান পাওয়া যায়।
উল্লেখ্য, কয়েক মাস অবিরাম ইসরাইলি বোমাবর্ষণ এবং ভারী লড়াইয়ের পরে শহরের বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সূত্র : আল জাজিরা