ধোনির জার্সি নিয়ে দেশে ফিরলেন মোস্তাফিজ
- আপডেট সময় ০৯:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১২৯ বার পড়া হয়েছে
চেন্নাই সুপার কিংসের আগে আইপিএলে আরও চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে মোস্তাফিজ চেন্নাইয়ে সবচেয়ে বেশি সম্মান পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট পেজগুলোতে দাবি করে আসছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের দাবিটা যে অমূলক নয়, সেটার আরেকটি প্রমাণ মিলল।
আইপিএল ছেড়ে বাংলাদেশে ফেরার আগে মোস্তাফিজকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তর্কাতীতভাবে চেন্নাইয়ের সবচেয়ে জনপ্রিয় তারকার জার্সি পেয়ে ও তাঁর সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে মোস্তাফিজও খুশি। আজ বিকেলে ধোনির হাত থেকে জার্সি নেওয়ার মুহূর্তের একটি ছবি বাংলাদেশি পেসার তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
ক্যাপশনে মোস্তাফিজ লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি (ধোনির ডাকনাম) ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া আমার কাছে বিশেষ এক অনুভূতি ছিল। আমার প্রতি সব সময় বিশ্বাস রাখার জন্যও ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের তারিফ করতে হয়। সেসব কথা আমি মনে রাখব।’
ক্যাপশনের শেষে ধোনির দলে আবার খেলার ইচ্ছার কথা জানিয়েছেন মোস্তাফিজ, ‘আপনার সঙ্গে শিগগিরই আবার দেখা করতে ও খেলতে মুখিয়ে আছি।’
নিলামে মোস্তাফিজকে ২ কোটি রুপিতে কিনেছিল চেন্নাই। এবারের আইপিএলে তিনিই ছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম মৌসুমেই ‘দ্য ফিজ’ যা করেছেন, তাঁর পেছনে ফ্র্যাঞ্চাইজিটির বিনিয়োগকে সার্থক বলতেই হবে।
৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেটশিকারি। এবারের টুর্নামেন্টে এই মুহূর্তে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও মোস্তাফিজ। পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের তৃতীয় ওভারে মেডেনও নিয়েছেন মোস্তাফিজ, ব্যাটিং-তাণ্ডবের এই আইপিএলে যা একেবারেই বিরল।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য মোস্তাফিজকে আইপিএলে ১ মে পর্যন্ত অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছিল বিসিবি। তাই আগেভাগেই দেশে ফিরতে হয়েছে তাঁকে। গতকাল সন্ধ্যায় তিনি দেশে ফিরেছেন।
অবশ্য আজ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম তিন ম্যাচে মোস্তাফিজকে বাংলাদেশ দলে রাখা হয়নি। আশা করা হচ্ছে, ১০ মে চতুর্থ টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে ফিরবেন মোস্তাফিজ।