ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • / ৮৬ বার পড়া হয়েছে

মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন জনেরই ঢাকার বাসিন্দা। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরের তিন জন ও ঢাকার বাইরের ছয় জন।

আজ শুক্রবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলো। এর মধ্যে ঢাকা মহানগরে ৮৬৬ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়ে ২৭ জনের।
এর মধ্যে ঢাকা মহানগরে ১৬ জন ঢাকার বাইরে ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষনে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৮ দশমিক ৭ শতাংশ নারী ও ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ। ৩৪ দশমিক ৯০ শতাংশ ঢাকা মহানগর ও ৬৫ দশমিক ১০ শতাংশ ঢাকার বাইরের। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বড়গুনা, নরসিংদী, নারায়নগঞ্জ ও গাজীপুর জেলায়।

২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছায়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিন জনেরই ঢাকার বাসিন্দা। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরের তিন জন ও ঢাকার বাইরের ছয় জন।

আজ শুক্রবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলো। এর মধ্যে ঢাকা মহানগরে ৮৬৬ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়ে ২৭ জনের।
এর মধ্যে ঢাকা মহানগরে ১৬ জন ঢাকার বাইরে ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষনে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৮ দশমিক ৭ শতাংশ নারী ও ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ। ৩৪ দশমিক ৯০ শতাংশ ঢাকা মহানগর ও ৬৫ দশমিক ১০ শতাংশ ঢাকার বাইরের। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বড়গুনা, নরসিংদী, নারায়নগঞ্জ ও গাজীপুর জেলায়।

২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছায়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।