ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

৭ ম্যাচে ৩ হ্যাটট্রিকে রোনালদোর গোলের ফিফটি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • / ১২৫ বার পড়া হয়েছে

অবিশ্বাস্য! সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সকে সম্ভবত এই একটি শব্দ দিয়েই বোঝানো যেতে পারে। ৩৯ পেরোনো একজন ফুটবলারের জন্য ৭ ম্যাচে তিনটি হ্যাটট্রিক করা অবিশ্বাস্য কিছুই বটে। সর্বশেষ গতকাল রাতে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রোনালদো। যেটি এ মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর চতুর্থ হ্যাটট্রিক।

গতকাল রাতের হ্যাটট্রিকে এ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলের হাফ সেঞ্চুরিও পূরণ করেছেন রোনালদো। এ মৌসুমে ৫২ ম্যাচ খেলে পর্তুগিজ এ মহাতারকা গোল করেছেন ৫২টি। আর সৌদি প্রো লিগে রোনালদোর জ্বলে ওঠার রাতে আল নাসরের জয় ৬-০ গোলের বিশাল ব্যবধানে। দলের হয়ে অন্য তিন গোল করেছেন ওতাভিও, সাদিও মানে এবং মোহাম্মদ আল-ফাতিল।
কিংস কাপের সেমিফাইনালে আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো। সেদিন যেখানে থেমেছিলেন, কাল যেন সেখান থেকেই শুরু করলেন। ম্যাচের দ্বিতীয় মিনিটে কাছাকাছি গিয়ে অল্পের জন্য হতাশ হতে হয় রোনালদোকে। তবে পাঁচ মিনিটেই কেটে যায় সে হতাশা। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল পেয়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ‘সিআর সেভেন।’

১৩ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের ক্রসে দারুণ এক হেডে দলের ও নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন রোনালদো। বিরতির আগে রোনালদো আর কোনো গোল না পেলেও ওতাভিও ও সাদিও মানের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। আর বিরতির পর ৫২ মিনিটেই নিজের ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক আদায় করে নেন রোনালদো।

মানের বাড়ানো পাসে লেগে থাকা মার্কারকে গতিতে হারিয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এটি সৌদি প্রো লিগে রোনালদোর ২৭ ম্যাচে ৩২তম গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪১ গোল।

পাশাপাশি এই হ্যাটট্রিকে ক্যারিয়ারে ৯০০ গোলের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার গোলসংখ্যা এখন ৮৯০টি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।’

তবে এ জয়ের পরও শিরোপা রেসে খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে আল নাসর। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৩০ ম্যাচে ৭৪। আর শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ২৯ ম্যাচে ৮৩।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৭ ম্যাচে ৩ হ্যাটট্রিকে রোনালদোর গোলের ফিফটি

আপডেট সময় ১০:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

অবিশ্বাস্য! সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সকে সম্ভবত এই একটি শব্দ দিয়েই বোঝানো যেতে পারে। ৩৯ পেরোনো একজন ফুটবলারের জন্য ৭ ম্যাচে তিনটি হ্যাটট্রিক করা অবিশ্বাস্য কিছুই বটে। সর্বশেষ গতকাল রাতে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রোনালদো। যেটি এ মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর চতুর্থ হ্যাটট্রিক।

গতকাল রাতের হ্যাটট্রিকে এ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলের হাফ সেঞ্চুরিও পূরণ করেছেন রোনালদো। এ মৌসুমে ৫২ ম্যাচ খেলে পর্তুগিজ এ মহাতারকা গোল করেছেন ৫২টি। আর সৌদি প্রো লিগে রোনালদোর জ্বলে ওঠার রাতে আল নাসরের জয় ৬-০ গোলের বিশাল ব্যবধানে। দলের হয়ে অন্য তিন গোল করেছেন ওতাভিও, সাদিও মানে এবং মোহাম্মদ আল-ফাতিল।
কিংস কাপের সেমিফাইনালে আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনালদো। সেদিন যেখানে থেমেছিলেন, কাল যেন সেখান থেকেই শুরু করলেন। ম্যাচের দ্বিতীয় মিনিটে কাছাকাছি গিয়ে অল্পের জন্য হতাশ হতে হয় রোনালদোকে। তবে পাঁচ মিনিটেই কেটে যায় সে হতাশা। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল পেয়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ‘সিআর সেভেন।’

১৩ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের ক্রসে দারুণ এক হেডে দলের ও নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন রোনালদো। বিরতির আগে রোনালদো আর কোনো গোল না পেলেও ওতাভিও ও সাদিও মানের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। আর বিরতির পর ৫২ মিনিটেই নিজের ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক আদায় করে নেন রোনালদো।

মানের বাড়ানো পাসে লেগে থাকা মার্কারকে গতিতে হারিয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এটি সৌদি প্রো লিগে রোনালদোর ২৭ ম্যাচে ৩২তম গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪১ গোল।

পাশাপাশি এই হ্যাটট্রিকে ক্যারিয়ারে ৯০০ গোলের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার গোলসংখ্যা এখন ৮৯০টি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।’

তবে এ জয়ের পরও শিরোপা রেসে খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে আল নাসর। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৩০ ম্যাচে ৭৪। আর শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ২৯ ম্যাচে ৮৩।