ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভোটার উপস্থিতি কম: বিভিন্ন স্থানে সংঘর্ষ, কক্সবাজারে নিহত ১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ১৬৮ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও ভোটারদের আগ্রহ কম দেখা গেছে। এ নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল মঙ্গলবার ১৫৬টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটকেন্দ্রগুলোতে ভোটারের তেমন ভিড় দেখা যায়নি। কয়েকটি উপজেলায় সংঘর্ষের ঘটনা, জাল ভোট প্রদান এবং ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
নির্বাচন কমিশনসহ একাধিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী, রাজবাড়ীর বালিয়াকান্দি, রাজশাহীর দুর্গাপুরসহ বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কক্সবাজারে একজন নিহত এবং সারা দেশে অন্তত ৩৩ জন আহত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে বিরোধীদের নির্বাচন বর্জন এবং ভোটারদের নিরুত্সাহ করাকে বড় কারণ মনে করছেন। তিনি গতকাল বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফ করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে সহিংসতা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু-একটা। নির্বাচন মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভোটের হার ৩০ শতাংশের বেশি হতে পারে।’
ভোটার উপস্থিতি কমের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল (বিএনপি), তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। তারা জনগণকে ভোট প্রদানেও নিরুত্সাহ করেছে।’ দ্বিতীয় ধাপে কত শতাংশ ভোট পড়েছে, তা আজ বুধবার জানা যাবে বলে ব্রিফিংয়ে জানান সিইসি।

দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় ১৬.৯৪ শতাংশ ভোট পড়েছে।

গতকাল ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গতকাল বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোট নিয়ে প্রতিক্রিয়া জানান।

এর আগে গতকাল সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমে অনেক দূর এগিয়েছে। গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই।’

গত ৮ মে প্রথম ধাপে ভোটের হার ছিল ৩৬.১৮ শতাংশ। ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল গড়ে ৪১ শতাংশের বেশি। আর ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ৬১ শতাংশ এবং ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ৬৭.৬৯ শতাংশ হারে তথ্য জানিয়েছিল ইসি। ফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গত দেড় দশকে রেকর্ডসংখ্যক কম ভোট পড়েছে।

ভোট

বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ১, আহত ৩৩

ভোটগ্রহণ চলা অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-শৃঙ্খলাবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং টিম ১৮টি অপ্রীতিকর ঘটনার তথ্য পায়। ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা এবং জাল ভোট দেওয়ার অপরাধে অন্তত ৭০ জনকে আটক করা হয়, এর মধ্যে কয়েকজনকে সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে আটক হয়েছেন নির্বাচনী কর্মকর্তা, ইউপি সদস্য এবং আওয়ামী লীগের নেতারাও।

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভোট গণনাকালে একটি কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।

নিহত সফুর আলম (৩২) পেশায় দিনমজুর। তিনি পশ্চিম পোকখালী গ্রামের বাসিন্দা। বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের (টেলিফোন প্রতীক) সমর্থক ছিলেন তিনি। ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, সমর্থকদের মধ্যে তুচ্ছ কথাবার্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় প্রার্থীর সমর্থকদের হামলায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনের সময় একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে সামনের বাজারে অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৩টি দোকানের মালপত্র পুড়ে যায়। কেন্দ্রে আসা ভোটাররা আতঙ্কে ছোটাছুটি করে। এ সময় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

লক্ষ্মীপুরের রামগঞ্জে পশ্চিম কাজিরকজীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে।

নাটোরে দুই উপজেলায় ১৩২ ভোটকেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। অন্যদিকে ফাগুয়ারদিয়ার কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়ায় এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে ডিবি পুলিশ।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে হাসান খান (২৫) নামের আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। পরে পুলিশ একটি হাতুড়িসহ নাহিদ (১৮) নামের একজনকে আটক করেছে। আহত অন্য পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিত্সা প্রদান করা হয়েছে।

এদিকে দ্বিতীয় ধাপেও অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ কর্মকর্তাদের শাস্তি দিয়েছে ইসি। প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদের সহকারী প্রিজাইডিং অফিসার ধীরেন্দ্র নাথ রায়কে।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের বুথে ঢুকে পড়ার অভিযোগ ছয়জনকে এবং জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আরো দুজনসহ মোট আটজনকে আটক করা হয়। জাল ভোট দেওয়ার অভিযোগে কোম্পানীগঞ্জে আরো দুজনকে আটক করা হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে বিভিন্ন প্রার্থীর ছয় সমর্থককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শেরপুরের নকলা উপজেলা নির্বাচনে এক কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা ও ভুয়া এজেন্টসহ দুজনকে আটক করা হয় এবং আরেক কেন্দ্রে একজনকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

নোয়াখালীর সেনাইমুড়িতে জাল ভোট দিতে সহযোগিতা করার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসার, চার পোলিং অফিসারসহ জাল ভোট প্রদানকারী মোট সাতজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনকে আটক করা হয়েছে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাটের চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলেন সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪৫), বারাশিয়া গ্রামের বাসিন্দা আলী শেখ (৪০) এবং চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মণ্ডল (৬০)।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বিভিন্ন অভিযোগে ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন অপরাধে পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কুড়িগ্রামের উলিপুরে জাল ভোট দিতে গেলে আবুল কালাম (৩৫) নামের এক রিকশাচালক‌কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সদরে দুজন এবং নলছিটি উপজেলায় দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে জাল ভোট দেওয়ার অপরাধে দুই শিশুসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনকে জরিমানা এবং দুজন শিশু হওয়ায় তাদের থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোটার উপস্থিতি কম: বিভিন্ন স্থানে সংঘর্ষ, কক্সবাজারে নিহত ১

আপডেট সময় ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও ভোটারদের আগ্রহ কম দেখা গেছে। এ নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল মঙ্গলবার ১৫৬টি উপজেলা পরিষদের ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটকেন্দ্রগুলোতে ভোটারের তেমন ভিড় দেখা যায়নি। কয়েকটি উপজেলায় সংঘর্ষের ঘটনা, জাল ভোট প্রদান এবং ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
নির্বাচন কমিশনসহ একাধিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী, রাজবাড়ীর বালিয়াকান্দি, রাজশাহীর দুর্গাপুরসহ বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কক্সবাজারে একজন নিহত এবং সারা দেশে অন্তত ৩৩ জন আহত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে বিরোধীদের নির্বাচন বর্জন এবং ভোটারদের নিরুত্সাহ করাকে বড় কারণ মনে করছেন। তিনি গতকাল বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের ব্রিফ করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে সহিংসতা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু-একটা। নির্বাচন মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভোটের হার ৩০ শতাংশের বেশি হতে পারে।’
ভোটার উপস্থিতি কমের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল (বিএনপি), তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। তারা জনগণকে ভোট প্রদানেও নিরুত্সাহ করেছে।’ দ্বিতীয় ধাপে কত শতাংশ ভোট পড়েছে, তা আজ বুধবার জানা যাবে বলে ব্রিফিংয়ে জানান সিইসি।

দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় ১৬.৯৪ শতাংশ ভোট পড়েছে।

গতকাল ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গতকাল বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোট নিয়ে প্রতিক্রিয়া জানান।

এর আগে গতকাল সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমে অনেক দূর এগিয়েছে। গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই।’

গত ৮ মে প্রথম ধাপে ভোটের হার ছিল ৩৬.১৮ শতাংশ। ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল গড়ে ৪১ শতাংশের বেশি। আর ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ৬১ শতাংশ এবং ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ৬৭.৬৯ শতাংশ হারে তথ্য জানিয়েছিল ইসি। ফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গত দেড় দশকে রেকর্ডসংখ্যক কম ভোট পড়েছে।

ভোট

বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ১, আহত ৩৩

ভোটগ্রহণ চলা অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-শৃঙ্খলাবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং টিম ১৮টি অপ্রীতিকর ঘটনার তথ্য পায়। ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা এবং জাল ভোট দেওয়ার অপরাধে অন্তত ৭০ জনকে আটক করা হয়, এর মধ্যে কয়েকজনকে সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে আটক হয়েছেন নির্বাচনী কর্মকর্তা, ইউপি সদস্য এবং আওয়ামী লীগের নেতারাও।

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ভোট গণনাকালে একটি কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।

নিহত সফুর আলম (৩২) পেশায় দিনমজুর। তিনি পশ্চিম পোকখালী গ্রামের বাসিন্দা। বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেবের (টেলিফোন প্রতীক) সমর্থক ছিলেন তিনি। ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, সমর্থকদের মধ্যে তুচ্ছ কথাবার্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড ঘটেছে। শরীয়তপুরের জাজিরায় প্রার্থীর সমর্থকদের হামলায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনের সময় একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে সামনের বাজারে অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৩টি দোকানের মালপত্র পুড়ে যায়। কেন্দ্রে আসা ভোটাররা আতঙ্কে ছোটাছুটি করে। এ সময় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

লক্ষ্মীপুরের রামগঞ্জে পশ্চিম কাজিরকজীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে।

নাটোরে দুই উপজেলায় ১৩২ ভোটকেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্রের বাইরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। অন্যদিকে ফাগুয়ারদিয়ার কেন্দ্রে ভোট দিতে বাধা দেওয়ায় এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করে ডিবি পুলিশ।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে হাসান খান (২৫) নামের আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। পরে পুলিশ একটি হাতুড়িসহ নাহিদ (১৮) নামের একজনকে আটক করেছে। আহত অন্য পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিত্সা প্রদান করা হয়েছে।

এদিকে দ্বিতীয় ধাপেও অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ কর্মকর্তাদের শাস্তি দিয়েছে ইসি। প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদের সহকারী প্রিজাইডিং অফিসার ধীরেন্দ্র নাথ রায়কে।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের বুথে ঢুকে পড়ার অভিযোগ ছয়জনকে এবং জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আরো দুজনসহ মোট আটজনকে আটক করা হয়। জাল ভোট দেওয়ার অভিযোগে কোম্পানীগঞ্জে আরো দুজনকে আটক করা হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে বিভিন্ন প্রার্থীর ছয় সমর্থককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শেরপুরের নকলা উপজেলা নির্বাচনে এক কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা ও ভুয়া এজেন্টসহ দুজনকে আটক করা হয় এবং আরেক কেন্দ্রে একজনকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

নোয়াখালীর সেনাইমুড়িতে জাল ভোট দিতে সহযোগিতা করার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসার, চার পোলিং অফিসারসহ জাল ভোট প্রদানকারী মোট সাতজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনকে আটক করা হয়েছে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাটের চিতলমারীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলেন সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪৫), বারাশিয়া গ্রামের বাসিন্দা আলী শেখ (৪০) এবং চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মণ্ডল (৬০)।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বিভিন্ন অভিযোগে ২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন অপরাধে পাঁচজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কুড়িগ্রামের উলিপুরে জাল ভোট দিতে গেলে আবুল কালাম (৩৫) নামের এক রিকশাচালক‌কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সদরে দুজন এবং নলছিটি উপজেলায় দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে জাল ভোট দেওয়ার অপরাধে দুই শিশুসহ ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনকে জরিমানা এবং দুজন শিশু হওয়ায় তাদের থানায় হস্তান্তর করা হয়।