ন্যায়বিচারের নামে বিগত দিনে দমন-পীড়ন হয়েছে: প্রধান বিচারপতি
নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৬:৩৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
ন্যায়বিচারের নামে বিগত দিনে বিচারহীনতা ও দমন-পীড়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আজ সোমবার ঢাকয় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্যে শিক্ষার্থী আবু সাঈদ ও মুগ্ধসহ নিহতদের কথা স্মরণ করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচরপতি বলেন, ‘বৈষম্যহীন সমাজ নির্মাণে বিচার বিভাগ সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। বিগত দিনে ন্যায়বিচারের নামে বিচারহীনতা ও দমন-পীড়ন করা হয়েছে। বিচার বিভাগের সাথে জড়িত কেউ অসৎকাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বিক্ষোভের মুখে ১০ আগস্ট পদত্যাগ করেন দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ওইদিনই ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ নিয়োগ পান। রোববার তিনি শপথ গ্রহণ করেন।