হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে : কূটনীতিকদের ইউনূস

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ১৮৯ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বিচার বিভাগ ভেঙে পড়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অনুরোধে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
রোববার দুপুর ১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শিগগিরই সংবাদ সম্মেলন করবেন।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের নিয়ে এটাই প্রথম ব্রিফিং প্রধান উপদেষ্টার।
সূত্র : ইউএনবি