শনিবার (১৫ মার্চ) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্পের এক নির্বাহী আদেশে ইউএস অ্যাজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে (ইউএসএজিএম) ‘অপ্রয়োজনীয়’ ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ভয়েস অফ আমেরিকার মূল সংস্থা ইউএসএজিএম। সংস্থাটিতে প্রায় সাড়ে তিন হাজার কর্মী রয়েছে। কংগ্রেসে পেশ করা সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটির জন্য ২০২৪ সালে ৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বরাদ্দ ছিল।
স্থানীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়, রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়াসহ বেসরকারিভাবে অন্তর্ভুক্ত আন্তর্জাতিক সম্প্রচারকদের সব চুক্তি বাতিল করেছে সংস্থাটি। ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার ১৩০০ সাংবাদিক, প্রযোজক ও সহকারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
হোয়াইট হাউস বলেছে, এই কাটছাঁট নিশ্চিত করবে যে ‘করদাতারা আর উগ্রবাদী প্রচারণার শিকার হবেন না।’ প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, এই সিদ্ধান্তটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে আশা করা হচ্ছে। কারণ কংগ্রেস প্রেসিডেন্টের হাতে নয়, বরং কংগ্রেসের হাতে সাংবিধানিক ক্ষমতা রয়েছে।
সূত্র : সিনহুয়া/ইউএনবি