ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘ইসরাইল সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে’

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে

সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তফা এক বিবৃতিতে সতর্ক করেছেন যে ইসরাইল সিরিয়ার ভেতরে প্রভাব বিস্তারের লক্ষ্যে সাম্প্রদায়িক বিভাজনকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইসরাইল তার চলমান পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়ায় পা রাখার জন্য সাম্প্রদায়িক সংবেদনশীলতাকে কাজে লাগানোর চেষ্টা করছে।

আল-মুস্তফা বলেন, মুক্তি ও বিপ্লবের বিজয়ের পর সিরীয় রাষ্ট্র নাগরিক শান্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া সরকার এমন একটি কৌশল অনুসরণ করেছে, যা দেশজুড়ে রাজনৈতিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করেছে এবং নাগরিকদের বৃহৎ অংশকে জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছে।

সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিরিয়ান দ্রুজরা দেশের অবিচ্ছেদ্য অংশ এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড়ে সাহসিকতার সাথে ভূমিকা রেখেছে।

তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে এই সম্প্রদায়ের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় ঐক্যের প্রতি তাদের অঙ্গীকার অবিস্মরণীয়।

আল-মুস্তফা সরাসরি ইসরাইলি হস্তক্ষেপের দিকেও ইঙ্গিত করে বলেন, কিছু দল আঞ্চলিক উত্তেজনা থেকে উপকৃত হতে এবং ইসরাইলি হস্তক্ষেপের মাধ্যমে শক্তি অর্জনের চেষ্টা করছে।

এই ধরনের তৎপরতাকে তিনি দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন এবং সিরিয়ার জনগণ, বিশেষ করে সুওয়াইদা ও অন্যান্য অঞ্চলের বিচক্ষণ নাগরিকদের বিভ্রান্তিকর প্ররোচনায় পা না দিতে আহ্বান জানান।

এদিকে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সব ধরনের বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। মন্ত্রণালয় কিছু নিষিদ্ধ গোষ্ঠীর তথাকথিত আন্তর্জাতিক সুরক্ষার দাবিকে নিন্দা জানিয়ে তাদের দাবিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার রাষ্ট্র দেশের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ধরনের বিদেশী অভিভাবকত্ব বা বাইরে থেকে চাপিয়ে দেয়া উদ্যোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘ইসরাইল সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে’

আপডেট সময় ০৫:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তফা এক বিবৃতিতে সতর্ক করেছেন যে ইসরাইল সিরিয়ার ভেতরে প্রভাব বিস্তারের লক্ষ্যে সাম্প্রদায়িক বিভাজনকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইসরাইল তার চলমান পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়ায় পা রাখার জন্য সাম্প্রদায়িক সংবেদনশীলতাকে কাজে লাগানোর চেষ্টা করছে।

আল-মুস্তফা বলেন, মুক্তি ও বিপ্লবের বিজয়ের পর সিরীয় রাষ্ট্র নাগরিক শান্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া সরকার এমন একটি কৌশল অনুসরণ করেছে, যা দেশজুড়ে রাজনৈতিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করেছে এবং নাগরিকদের বৃহৎ অংশকে জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছে।

সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিরিয়ান দ্রুজরা দেশের অবিচ্ছেদ্য অংশ এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড়ে সাহসিকতার সাথে ভূমিকা রেখেছে।

তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে এই সম্প্রদায়ের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় ঐক্যের প্রতি তাদের অঙ্গীকার অবিস্মরণীয়।

আল-মুস্তফা সরাসরি ইসরাইলি হস্তক্ষেপের দিকেও ইঙ্গিত করে বলেন, কিছু দল আঞ্চলিক উত্তেজনা থেকে উপকৃত হতে এবং ইসরাইলি হস্তক্ষেপের মাধ্যমে শক্তি অর্জনের চেষ্টা করছে।

এই ধরনের তৎপরতাকে তিনি দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন এবং সিরিয়ার জনগণ, বিশেষ করে সুওয়াইদা ও অন্যান্য অঞ্চলের বিচক্ষণ নাগরিকদের বিভ্রান্তিকর প্ররোচনায় পা না দিতে আহ্বান জানান।

এদিকে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে সব ধরনের বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। মন্ত্রণালয় কিছু নিষিদ্ধ গোষ্ঠীর তথাকথিত আন্তর্জাতিক সুরক্ষার দাবিকে নিন্দা জানিয়ে তাদের দাবিকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার রাষ্ট্র দেশের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো ধরনের বিদেশী অভিভাবকত্ব বা বাইরে থেকে চাপিয়ে দেয়া উদ্যোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

সূত্র : মিডল ইস্ট মনিটর