ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মচারীর বকেয়া পরিশোধের দাবি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইফার শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ।

ঈদুল আজহার আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল শনিবার দেশে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধন শেষে তাদের দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেন তারা। স্মারকলিপিতে যে পাঁচদফা দাবি উল্লেখ করা হয় তা হলো-ঈদুল আজহার আগে পাঁচ মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ; প্রকল্পের সব জনবলকে পদসহ রাজস্বভুক্ত করা; ৭ম পর্যায়ের জনবলকে ৮ম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা; কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন নিশ্চিতসহ শিক্ষকদের সম্মানজনক বেতন নির্ধারণ করে ন্যূনতম ১৪ হাজার টাকা করা।

নোয়াখালী থেকে জানা যায়, পবিত্র ঈদুল আজহার আগে বেতন-ভাতা প্রদান করার দাবিতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা কর্মচারীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে ফিল্ড অফিসার আব্দুর রশিদ বলেন, ৩২ বছর ধরে পরিচালিত এই প্রকল্পটি দেশের প্রান্তিক পর্যায়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রায় ৮০ হাজার শিক্ষক ও কেয়ারটেকার অতি সামান্য ভাতায় দায়িত্ব পালন করছেন। মাত্র পাঁচ হাজার টাকা মাসিক ভাতায় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবনযাপন দুরূহ হয়ে পড়েছে।

ঝালকাঠি প্রতিনিধি জানান, প্রকল্পে কর্মরত শিক্ষকরা সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল শেষে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন মো: আব্দুল্লাহ আল হাদী, মো: শাহাবুদ্দিন, মো: আসাদুর রহমান মান্না, মো: ফয়সাল হোসেন, মো: কামরুল ইসলাম ও মো: আব্দুল ছালেক প্রমুখ।

ফেনী অফিস জানায়, শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা শিশু ও গণশিক্ষা শিক্ষক মাওলানা তাওহীদুল ইসলাম, দাগনভূঞা উপজেলা ফিল্ড সুপারভাইজার মাহবুবুল হক, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বরকত উল্যাহ, সোনাগাজী উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো: নুরুল আলম, দাগনভূঞা উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো: রেজাউল করীম, ফেনী সদর উপজেলা শিক্ষক মাওলানা মো: আনোয়ার হোসাইন ও প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষক সুলতানা রাজিয়া।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সকালে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রকল্পের শিক্ষক, কো-অর্ডিনেটর ও কর্মচারীরা। এ সময় তারা বেতন-ভাতা না পাওয়ায় পরিবার নিয়ে দুঃসহ দিন কাটছে বলে জানান।

বাগেরহাট প্রতিনিধি জানান, দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে কর্মরত শিক্ষক, কেয়ারটেকার ও কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন, ফিল্ড অফিসার মো: ইব্রাহিম, মাসুম বিল্লাহ্, আবু হুরাইরা, সুপারভাইজার মো: ওলিয়ার রহমান প্রমুখ।

পিরোজপুর প্রতিনিধি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো: মিরাজ মোল্লা, জেলা ফিল্ড অফিসার রেজা মো: মোহসীন, মঠবাড়িয়া ফিল্ড সুপারভাইজার মো: ওমর ফারুক, ইন্দুরকানী মডেল কেয়ারটেকার মো: আব্দুল জলিল, নেছারাবাদ উপজেলার কেন্দ্র শিক্ষক আরাফাত রহমান প্রমুখ।

নয়া দিগন্ত

নিউজটি শেয়ার করুন

ঈদের আগে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মচারীর বকেয়া পরিশোধের দাবি

আপডেট সময় ০৬:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ঈদুল আজহার আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল শনিবার দেশে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধন শেষে তাদের দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেন তারা। স্মারকলিপিতে যে পাঁচদফা দাবি উল্লেখ করা হয় তা হলো-ঈদুল আজহার আগে পাঁচ মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ; প্রকল্পের সব জনবলকে পদসহ রাজস্বভুক্ত করা; ৭ম পর্যায়ের জনবলকে ৮ম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা; কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন নিশ্চিতসহ শিক্ষকদের সম্মানজনক বেতন নির্ধারণ করে ন্যূনতম ১৪ হাজার টাকা করা।

নোয়াখালী থেকে জানা যায়, পবিত্র ঈদুল আজহার আগে বেতন-ভাতা প্রদান করার দাবিতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা কর্মচারীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে ফিল্ড অফিসার আব্দুর রশিদ বলেন, ৩২ বছর ধরে পরিচালিত এই প্রকল্পটি দেশের প্রান্তিক পর্যায়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রায় ৮০ হাজার শিক্ষক ও কেয়ারটেকার অতি সামান্য ভাতায় দায়িত্ব পালন করছেন। মাত্র পাঁচ হাজার টাকা মাসিক ভাতায় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবনযাপন দুরূহ হয়ে পড়েছে।

ঝালকাঠি প্রতিনিধি জানান, প্রকল্পে কর্মরত শিক্ষকরা সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল শেষে ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন মো: আব্দুল্লাহ আল হাদী, মো: শাহাবুদ্দিন, মো: আসাদুর রহমান মান্না, মো: ফয়সাল হোসেন, মো: কামরুল ইসলাম ও মো: আব্দুল ছালেক প্রমুখ।

ফেনী অফিস জানায়, শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা শিশু ও গণশিক্ষা শিক্ষক মাওলানা তাওহীদুল ইসলাম, দাগনভূঞা উপজেলা ফিল্ড সুপারভাইজার মাহবুবুল হক, জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বরকত উল্যাহ, সোনাগাজী উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো: নুরুল আলম, দাগনভূঞা উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো: রেজাউল করীম, ফেনী সদর উপজেলা শিক্ষক মাওলানা মো: আনোয়ার হোসাইন ও প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষক সুলতানা রাজিয়া।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল সকালে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রকল্পের শিক্ষক, কো-অর্ডিনেটর ও কর্মচারীরা। এ সময় তারা বেতন-ভাতা না পাওয়ায় পরিবার নিয়ে দুঃসহ দিন কাটছে বলে জানান।

বাগেরহাট প্রতিনিধি জানান, দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে কর্মরত শিক্ষক, কেয়ারটেকার ও কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন, ফিল্ড অফিসার মো: ইব্রাহিম, মাসুম বিল্লাহ্, আবু হুরাইরা, সুপারভাইজার মো: ওলিয়ার রহমান প্রমুখ।

পিরোজপুর প্রতিনিধি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো: মিরাজ মোল্লা, জেলা ফিল্ড অফিসার রেজা মো: মোহসীন, মঠবাড়িয়া ফিল্ড সুপারভাইজার মো: ওমর ফারুক, ইন্দুরকানী মডেল কেয়ারটেকার মো: আব্দুল জলিল, নেছারাবাদ উপজেলার কেন্দ্র শিক্ষক আরাফাত রহমান প্রমুখ।

নয়া দিগন্ত