ঋণখেলাপি মামলা
বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

- আপডেট সময় ০৬:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
২৬০ কোটি ৭৭ লাখ টাকা ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (১৮ আগস্ট) অর্থঋণ (আদালত-১) চট্টগ্রামের বিচারক মো. হেলাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। তবে আজ (মঙ্গলবার) বিষয়টি নিয়ে জানাজানি হয়। অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক নগরের পাহাড়তলী শাখা থেকে ঋণ পরিশোধ না করার অভিযোগে মামলাটি করা হয়। ঋণের বিপরীতে ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে, এগুলো নিলামে কেউ কিনতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে ওই বছরের ২৬ মে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতৃত্বাধীন সরকারের পতন হয়। (আট বছর পর) গত বছরের ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।