শাকসু স্থগিতের আদেশ হাইকোর্টের: সুপ্রিম কোর্টে আবেদন প্রশাসনের
- আপডেট সময় ০৫:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে রায় দিয়েছে হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়। সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো: সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি হবে।’
এদিকে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তারা ২০ জানুয়ারিই শাকসু নির্বাচন বহাল রাখার দাবিতে শ্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। নির্বাচনের বিরুদ্ধে দেয়া আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো: আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। সাথে ছিলেন অ্যাডভোকেট মো: সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
পরে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ‘নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিল তা চার সপ্তাহের জন্য হাইকোর্ট স্থগিত করেছেন। এর ফলে আগামীকাল শাকসু নির্বাচন হবে না। চার সপ্তাহ পর যেকোনো দিন শাকসু নির্বাচন হতে পারে।
এর আগে, রোববার (১৮ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ।



















