নাটোরে চাঁদা না পেয়ে শ্রমিকদের কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
- আপডেট সময় ০২:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
নাটোর সদর উপজেলায় চাঁদা না দেয়ায় তিন নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ফরিদপুর আমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় রাজমিস্ত্রি সোহাগ (২৬)। তিনি ওই এলাকার হোসেন মাঝির ছেলে। অপর আহতরা হলেন তার স্ত্রী আকলিমা ও আত্মীয় হাসিব। বর্তমানে তারা নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ১ নম্বর ছাতনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিঠু (২৭) বেশ কয়েক দিন ধরে রাজমিস্ত্রি সোহাগের কাছে চার হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার রাতে পুনরায় চাঁদা চাইলে সোহাগ তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় মিঠু ও তার সঙ্গে থাকা পাঁচ থেকে সাতজন তাকে লাঠি-সোটা দিয়ে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। হামলায় সোহাগের স্ত্রী ও আত্মীয়ও আহত হন।
আহত সোহাগ অভিযোগ করে বলেন, অভিযুক্ত মিঠু নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম রেওয়াজের অনুসারী।



















