ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, প্রকাশ্যে গুলিবর্ষণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, সোহাগসহ আরো কয়েকজন রয়েছেন। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর শোভাযাত্রা বের করার উদ্দেশ্যে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর সমর্থকরা বিকেল থেকে ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দলীয় বিদ্রোহী প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ‘হাঁস’ প্রতীক পেয়ে তার সমর্থকদের নিয়ে মিছিলসহ সেখানে উপস্থিত হন। এতে দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়ে এবং উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি স্থানে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করে বলেন, ‘আমার নেতাকর্মীদের ওপর উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। এই হামলার নেতৃত্ব দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে এ বি সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রতীক পাওয়ার পর আমার প্রায় ১০ হাজার সমর্থক মিছিল করেছে। আমি গাড়িতে ছিলাম। আমরা কারো ওপর হামলা করিনি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল আল মামুন বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গফরগাঁওয়ে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, প্রকাশ্যে গুলিবর্ষণ

আপডেট সময় ১০:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, সোহাগসহ আরো কয়েকজন রয়েছেন। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর শোভাযাত্রা বের করার উদ্দেশ্যে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর সমর্থকরা বিকেল থেকে ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দলীয় বিদ্রোহী প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান ‘হাঁস’ প্রতীক পেয়ে তার সমর্থকদের নিয়ে মিছিলসহ সেখানে উপস্থিত হন। এতে দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়ে এবং উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি স্থানে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু অভিযোগ করে বলেন, ‘আমার নেতাকর্মীদের ওপর উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। এই হামলার নেতৃত্ব দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এ বি সিদ্দিকুর রহমান। দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে এ বি সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রতীক পাওয়ার পর আমার প্রায় ১০ হাজার সমর্থক মিছিল করেছে। আমি গাড়িতে ছিলাম। আমরা কারো ওপর হামলা করিনি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: আব্দুল আল মামুন বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’