বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবে: তারেক রহমান
- আপডেট সময় ০৯:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবে।
হবিগঞ্জ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করবে। তন্মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিদেশে লোক প্রেরণ করতে গিয়ে দক্ষ লোক তৈরি করা উল্লেখযোগ্য।’
এ সময় তারেক রহমান অভিযোগ করেন, ‘একটি দল এখনই মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, তারা নির্বাচনে ভোটের জন্য বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করছে। নির্বাচনের আগেই তারা অসৎ পথ অবলম্বন করছে, নির্বাচনের পরে তাদের সৎ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওই দলটি বলে আসছে, আপনারা এই দলকে ক্ষমতায় দেখেছেন সেই দলকে ক্ষমতায় দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। কিন্তু তাদেরকে নতুন করে দেখার মতো কিছুই নাই।’
তিনি বলেন, ‘একমাত্র বিএনপিই তাদের শেষ ঠিকানা হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে।’
সাবেক এমপি শাম্মি আক্তারের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় হবিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডাক্তার সাখাওয়া হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জিকে গউছ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো: ফয়সলকে ধানের শীষের প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে তারেক রহমান বলেন, হবিগঞ্জবাসীর দায়িত্ব হচ্ছে হবিগঞ্জের ৪ জন ধানের প্রার্থীকে বিজয়ী করা। তাদেরকে বিজয়ী করলে আগামী দিনে বাংলাদেশের জনগনকে নিয়ে বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হবে।
২৭ মিনিটের বক্তব্যে তারেক রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফল করতে কর্মী-সমর্থকদেরকে তাহাজ্জুদের নামাজের আগেই ভোটকেন্দ্রগুলোতে যাওয়ার আহ্বান জানান।



















