বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আহত, নিহত এক

- আপডেট সময় ০৬:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। সোমবার(৫মে) রাত ৮ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের জামতলী সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন ভর্তিচ্ছু পরীক্ষার্থীসহ একজন নারী, বাসের চালক ও পাঁচজন পুরুষ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া আহত পরীক্ষার্থীদের তিনজন হলেন বায়েজিদ, আদিবন সাদ ও হানজালা। আহত অন্যরা হলেন বাসের চালক ইসমাইল, হায়াত, রুবেল, রবিউল, রফিকুল ও সুমন। আহত অপর নারীর পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে শিক্ষার্থী হানজালা নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) রয়েছেন
এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা বলেন, তিন পরীক্ষার্থী আহত হয়েছে। আমরা দুর্ঘটনার কথা শোনামাত্র হাসপাতালে গিয়ে উপস্থিত হই। তাদের খোঁজখবর নিই এবং দ্রুত চিকিৎসার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করি।