মাওলানা লুৎফরকে দেখতে হাসপাতে আমীরে জামায়াত

নিউজ ডেস্ক:-
- আপডেট সময় ০৩:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরেনের কেন্দ্রীয় সভাপতি মুফাসসিরে কুরআন মাওলানা লুৎফুর রহমান ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তাকে দেখতে হাসপাতালে যান। শয্যা পাশে কিছু সময় কাটান ও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন জামায়াতের আমির।
এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং তার ছেলে আবু সালমান। অধ্যাপক মুজিবুর রহমান সবাইকে সঙ্গে নিয়ে আল্লামা লুৎফুর রহমানের আশু আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং দেশবাসীকেও তার জন্য দোয়া করার আহ্বান জানান।